Loading..
About product delivery and product problem:

প্রিয় কাস্টমার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অবগত করার জন্য জানানো যাচ্ছে যে ক্রস বর্ডার এর সকল প্রোডাক্ট আমাদের ওয়ার হাউজ এ রিসিভড হবার সাথে সাথে ৫ দিনের  মধ্যে (MoveOn, India & USA এর প্রোডাক্ট) এবং নরমাল আলিএক্সপ্রেস এর প্রোডাক্ট এর ক্ষেত্রে ১০ দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি নিতে হবে। প্রোডাক্ট এর কোন সমস্যা হলে সেটা প্রোডাক্ট হাতে পাবার ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত প্রমাণ USA, India & CHINA হতে আসা প্রোডাক্ট এর প্যাকেট এর ফটো এবং প্রোডাক্ট এর ফটো, ভিডিও করে আমাদের হেল্প সেন্টার এ টিকিট ওপেন করুন এবং ভিডিও,ফটো টিকিট এ আপলোড করুন,যদি এই সময়ের মধ্যে সমস্যাটি না জানানো হয় সেক্ষেত্রে আলিএক্সপ্রেস বা অ্যামাজন বা অন্য কোন প্ল্যাটফর্ম এর কাছে রিফান্ড আপীল করা হলে রিফান্ড না দিলে আমরা দায়বদ্ধ থাকবোনা।কারন প্রোডাক্ট এর কোন সমস্যা হলে রিসিভড হবার কিছুদিন পর্যন্ত সময় থাকে রিফান্ড ক্লেইম করার যার কারনে উক্ত সময়ের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি নেয়া এবং প্রোডাক্টজনিত কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ সাথে উপযুক্ত প্রমাণসহ টিকিট ওপেন করার জন্য  সবাইকে অনুরোধ করা হচ্ছে। 


Ali2BD পরিবার সবসময় আপনাদের সাথে আছে এবং সাথে থাকার প্রত্যয়ে অঙ্গিকারবদ্ধ। 

Can I order any product from AliExpress?

in Order
Posted By Sayed Mahmud

In our country, some products are prohibited to import. Custom will not give the clearance of these products. So, we suggest our users not to order those products. Here, we are mentioning some of them but we suggest you to learn more about what is prohibited in our country over the internet. We suggest not to order products like- 

  • Walkie-Talkie Set, 
  • Drone, Knife, 
  • Seeds,
  • Battery, Power Bank  
  • Heavyweight Product
  • Sexual Products, etc. 

In case you place an order for the sexual product, you will get no refund because AliExpress don’t give the refund for this. 

We will not place the order if you request for these products. In case, unconsciously any order happens, we will not take responsibility to provide clearance of this product.

** The time is base on Asia/Singapore timezone